Lifestyle - লাইফস্টাইল

সুগন্ধি বা পারফিউম ব্যবহার করেন! কেনার সময় ঠিক কোন কোন বিষয় লক্ষ্য রাখবেন জেনে নিন

perfume

অনেকে তো শুধু বিশেষ কোনো পারফিউমের জন্যই অন্যের কাছে পরিচিত হয়ে যায়। গরমের সময় সামনে একটু ঘামলেই শরীরে উটকো গন্ধ পাশের কেউ বুঝতে পারুক এটা নিশ্চয় কেউ চাই না। তাই এখনই সময় পছন্দের পারফিউম কেনার। প্রচন্ড গরম পড়েছে, আর এই ঝোঁকেই বিকোচ্ছে সুগন্ধি, কিনতে গিয়ে কি কি বিষয় লক্ষ্য রাখবেন! সুগন্ধি বা পারফিউ ব্যবহার করেন! কেনার সময় ঠিক কোন কোন বিষয় লক্ষ্য রাখবেন জেনে নিন-

পারফিউম কেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে
• সব সময় একই সৌরভের পারফিউম ব্যবহার না করে অন্যগুলোও ট্রাই করতে পারেন
• টেস্ট করার সময় শরীরের একটু দূরে রেখে স্প্রে করুন, এতে পারফেক্ট সৌরভটা বুঝতে পারবেন
• স্প্রে করার এক মিনিট পরে আসল সৌরভ আমরা বুঝতে পারি
• ঠিকঠাক সৌরভ পেতে প্রতিটি পারফিউম টেস্ট করে কফির বিনের গন্ধ নিন
• স্প্রে করে সঙ্গে সঙ্গে ঘষে ত্বকে মিশিয়ে নেই অনেকে, এটা করার কোনো প্রয়োজন নেই
• শুধু স্প্রে করেই সঠিক সৌরভ পেতে পারি

• অবশ্যই ভালো ব্র্যান্ডের পারফিউম কিনুন
• সৌরভের ক্ষেত্রেও খেয়াল রাখুন এটা যেন নিজের বা অন্যের কাছে অস্বস্তির কারণ না হয়।

এবার পারফিউমের ব্যবহার-

• আমরা সাধারণত পোশাকে পারফিউম স্প্রে করে থাকি, তবে সৌরভ দীর্ঘ সময় রাখতে হাতের কবজি, কনুইয়ের ভাঁজের অংশ, কানের পেছনে ও গলায় দিতে পারেন
• অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করবেন না
• গয়নায় পারফিউম স্প্রে করা যাবে না
• ফ্রিজে, ওয়াশরুমে বা জানালার পাশে পারফিউম রাখবেন না
• শুষ্ক এবং ঠাণ্ডা জায়গায় সুগন্ধি সংরক্ষণ করুন।

অনুষ্ঠান বুঝে সঠিক সুগন্ধি ব্যবহার করুন। অফিসে বা ক্লাসে যাওয়ার সময় হালকা সৌরভের পারফিউম আর রাতের কোনো জমকালো পার্টিতে কড়া সৌরভের পারফিউম ব্যবহার করুন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top